শরীয়তপুর প্রতিনিধি \ ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের পাট ও বীজ কৃষকদের মধ্যে
বিনামূল্যে বিতরনের জন্য সরকার বরাদ্ধ দিয়েছে। উক্ত সরকারী সারের মধ্যে ৩০ বস্তা সার একটি নসিমনে করে ইউপি মেম্বার দানু হাওলাদার খোলাবাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে। সংবাদ পেয়ে স্থানীয় শত শত লোক ও সাংবাদিকগন সেখানে উপস্থিত হয়। এ সময় ৭নং ওয়ার্ড মেম্বার দানু হাওলাদার ও নসিমনের চালক পালিয়ে যায়। কিছুক্ষন পর ভেদরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন মোল্যা এসে আটককৃত সার ছিনিেিয় নেয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা প্রতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতার সাথে ইউপি চেয়ারম্যানের সমর্থনে তারই ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন মোল্যার নেতৃত্বে উভয় পক্ষের জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে জনতার কাছে হার মেনে হুমায়ুন মোল্যা ও তার লোকজন দৌড়ে পালায়। এ সময় সখিপুর থানার ওসি ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বার বার ফোন করে ও কোন সাড়া পাওয়া যায়নি। সংবাদ লেখা পর্যন্ত উত্তেজনা চলছিল।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ফয়সাল মোল্যা বলেন,৭ নং ওয়ার্ডেও মেম্বার দানু হাওলাদার বাজারের সার ব্যবসায়ী মোশারফ এর কাছে কালো বাজারে কৃষকের সরকারী সার বিক্রি করতে গেলে জনতা আটক করে। এ সময় চালক মনির হোসেন ও মেম্বার দানু হাওলাদার পালিয়ে যায়।
৫ নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার মোল্যা বলেন আমাদের চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত পাট বীজের সাথে সার সরকার দিয়েছে। ঐ সার দানু মেম্বার বিক্রি করার সময় আটক করেছে সাধারন মানুষ। এ সার হুমায়ুন মোল্যা জোর করে ছিনিয়ে নিতে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা চোরের বিচার চাই।
এ ব্যাপারে চরকুমারিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল মোল্যা বলেন, আমি কিছুই জানিনা। গোডাউনের চাবি দানু মেম্বারের কাছে থাকে । আমি পরে বলতে পারবো।
সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন মোল্যা বলেন, আমি রাস্তা থেকে সারের গাড়ি সরিয়ে মাঠে আনতে চাইছি। এ সময় কিছু লোকজন বাধাদেয় লাঠিসোটা নিয়ে আসে।
সখিপুর থানার ওসি মাসুদুর রহমান মোহাম্মদ বলেন, আমি ঢাকায় আছি । আমি দেখছি ।এর পর ফোন কেটে দেয়। এর পরে ও ৩ ঘন্টার মধ্যে কোন পুলিশ ঘটনাস্থলে পাঠায়নি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম কে বার বার তার সরকারী নাম্বারে ফোন দিলে ও কোন সাড়া মিলেনি।