ভেদরগঞ্জে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ভেদরগঞ্জে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Social Share Now


শরীয়তপুরের ভেদরগঞ্জে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- একই উপজেলার রামভদ্রপুর ৫ নম্বর ওয়ার্ডের আলী আজগর সরদারের ছেলে পবিত্র (৭) ও একই বাড়ির আব্দুল মান্নান সরদারের ছেলে রাহিম (১০)। দু’জনের মধ্যে রাহিম উপজেলার ১২২ নম্বর বিজয় সরণি বিদ্যা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পবিত্র রামভদ্রপুর রেবতী মহন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।হাজার হাজার লোকা বাড়িতে তাদের মরদেহ দেখতে ভিড় জমায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের কোকোলা মাদরাসার একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় রাহিম ও পবিত্র। এ সময় পথচারীরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশু দুইটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply