শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের সুবিধা বালা কান্দি গ্রামে জুনায়েদ (২) নামে দু’বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে জনৈক মানসিক রোগী ইউনুস আলী। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত শিশুটি চরকুমারীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাদিস সরদার কান্দি গ্রামের শাহাজালাল খালাসির ছেলে। প্রাথমিকভাবে তার পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছে সে ‘মানসিকভাবে অসুস্থ্য। তবে ইতোমধ্যে ঘাতককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবার ও স্হানীয়রা জানান, সোমবার সকালে মায়ের সাথে নানা বাড়ী বেড়াতে আসে শিশুটি বেলা ১২টার দিকে মায়ের সঙ্গে শিশুটি উঠানে খেলা করছিল । এসময় মানসিক বিকারগ্রস্থ ইউনুস আলী হঠাৎ এসে শিশুটির মায়ের উপর আতংকিত হামলা চালালে মা মাটিতে লুটিয়ে পড়লে হাতে থাকা কাঠের টুকরা দিয়ে শিশুটি মাথায় কয়েকক টি আঘাত করে পালিয়ে যায় পরে । স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সখিপুর থানার (ওসি) তদন্ত ওবায়দুর রহমান বলেন, শিশুটির মাথায় ও মুখে উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে আটক করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।