সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে রোববার ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে পুলিশ গুলী করে হত্যা সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত করার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এর নেতৃত্বে জেলা যুবদল বুধবার বিকেল ৫টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শরীয়তপুর শহরের ধানুকা স্টেডিয়াম এলাকায় থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিন গেইটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেয়। বক্তারা স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিম হত্যার বিচার দাবী করেন। পাশাপাশি নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের দাবী জানান। তারা বেগম খালেদা জিয়া ও নুরুদ্দিন অপুসহ সারা দেশে সকল রাজবনঈদের নিশর্ত মুক্তি দাবী করেন।