শরীয়তপুরের জাজিরার কুখ্যাত ডাকাত জসিম দূর্বৃত্তদের হাতে খুন

শরীয়তপুরের জাজিরার কুখ্যাত ডাকাত জসিম দূর্বৃত্তদের হাতে খুন

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি \শরীয়তপুরের জাজিরার আলোচিত কুখ্যাত ডাকাত জসিম মোল্লা(২৮) দূর্বৃত্তদের হাতে খুন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বিকেনগর সরকারি কলেজ সংলগ্ন মুন্সি কান্দি গ্রামের জলিল শিকদারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত ডাকাত জসিম মোল্লা সেনেরচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আইয়ুম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর সেনেরচরের রিপন মোল্লাকে হত্যা করে আলোচনায় আসে ডাকাত জসিম। সে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করতে গিয়ে পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়েছে। অধিকাংশ সময়ই সে পুলিশের পোষাক ব্যবহার করে ডাকাতি করতে যেতো।
স্থানীয় আরব আলী বলেন, বৃহস্পতিবার বিকেনগরে ৫নং দলিল শিকদারের বাড়ীতে ডাকাতি করতে গিয়েছিলো ডাকাত জসিম। এমতাবস্থায় নিজেদের মধ্যকার দন্দের জেরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় কিছু দূর্বৃত্তরা। খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিকেনগর এলাকায় একজনকে প্রকাশ্য দিবালোকে দুর্বত্তরা উপুর্যপরি কুপিয়ে হত্যা করেছে।পুলিশ সেখানে গিয়ে সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যস্থা নেয়া হবে।

Leave a Reply