শরীয়তপুরের পুলিশ কাজে যোগদান করেছে

শরীয়তপুরের পুলিশ কাজে যোগদান করেছে

Social Share Now
শরীয়তপুরে আজ ওেসামবার থেকে পুৃলিশ আনুষ্ঠানিক ভাবে কাজে যোগদান করেছে।সোমবার সকাল ১১টায় শরীয়তপুরে পুলিশ লাইন থেকে পুলিশ সুপারের নেতৃত্বে একযোগে সকল কর্মকর্তাগন গাড়িবহর নিয়ে র‌্যালী শুরু করেন। র‌্যালীটি মনোহর বাজার, আংগারিয়া,বুড়িরহাট কানার বাজার প্রেমততলা হয়ে পুলিশ অফিস এসে শেষ হয়। এ সময় জেলা বিএনপির নেতা কর্মীরা তাকে স্বাগত জানায়। তারা ¯েøাগান দেয় পুলিশ জনতা ভাই ভাই আমরা সবাই শান্তি চাই। এ সময় র‌্যালীতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হায়দার শাওন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন। এওরপর থেকে পুলিশ নিজ নিজ কাজে যোগদান করেছেন।

Leave a Reply