শরীয়তপুরে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

শরীয়তপুরে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

Social Share Now
”অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মান ,বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শরীয়তপুর এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় শরীয়তপুরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার অয়োজন করা হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা বিশ^জিৎ বৈদ্য এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান। আলোচনা শেষে তিনজন প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে ব্যবসায়ীক পুজি হিসেবে ২০ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।

Leave a Reply