শরীয়তপুরে হাজত খানার ভেন্টিলেটার ভেঙ্গে  হাজতি আসামী পলায়ন,  ২ ঘন্টা পর আটক

শরীয়তপুরে হাজত খানার ভেন্টিলেটার ভেঙ্গে হাজতি আসামী পলায়ন, ২ ঘন্টা পর আটক

Social Share Now

শরীয়তপুর প্রতিনিধি \ আজ বিকেজল ৩টায় শরীয়তপুর কোর্ট হাজতখানার বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে এক সিধেল চুরি মামলার আসামী রাজিব মাল পালিয়ে যায়। তার রাড়ি ডামুড্যা উপজেলার মাসুদ পট্রি এল্কাায়। তার বাবার নাম খলিলুর রহমান। সে ডামুড্যা থানার একটি সিধেল চুরির মামলায় সন্দেহ ভাজন আসামী হিসেবে ডামুড্যা থানা পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে কার্টে সোপর্দ করে। আজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ দিনের রিমান্ড মন্জুর করে । আদালত থেকে কোর্ট হাজতে রাখার পর সে বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে পালিয়ে যায়। জানতে পেরে পুলিশ তাকে ধরতে অভিযানে নেমে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে সদর উপজেলার আটং এলাকা থেকে বিকেল ৫টায় অটক করেছে।বর্তমানে সে পুলিশের হাতে । তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, আজ বিকেজল ৩টায় শরীয়তপুর কোর্ট হাজতখানার বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে এক সিধেল চুরি মামলার আসামী রাজিব মাল পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে অভিযানে নেমে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে সদর উপজেলার আটং এলাকা থেকে বিকেল ৫টায় অটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply