শরীয়তপুর গোসাইরহাট দাসরজঙ্গল বাজার পাটের গোডাউনে অগিকান্ড ১৫ দাকান পুড়ে গেছে।

শরীয়তপুর গোসাইরহাট দাসরজঙ্গল বাজার পাটের গোডাউনে অগিকান্ড ১৫ দাকান পুড়ে গেছে।

Social Share Now
শরীয়তপুর গোসাইরহাট দাসরজঙ্গল বাজার পাটের গোডাউন ভয়াবহ অগিকান্ড ১৫ দোকান পুেড় গেছে। বৃহস্পতিবার দুপুর বাজারর কাঠপট্টি রোড একটি পাটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এতে ৩ হাজার ৫০০ মেট্রিক টন পাট, সয়াবিন তেল, মরিচ, কালাজিরা ও টিনের দোকান পুেড়গেছে বল জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ কোটি টাকা হবে বল ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানিয়েছেন।

Leave a Reply