শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা বাচ্চু বেপারী গ্রেফতার

শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা বাচ্চু বেপারী গ্রেফতার

Social Share Now

শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা বাচ্চু বেপার কে গ্রেফতার করেছে। ডামুড্যা থানা পুলিশ ও পালং মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আজ রোববার দুপুরে তার নিজ বাড়ি শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের চর পালং এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। পুলিশ ডামুড্যা থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করেছে। যার মামলা নং ৯ তারিখ ১২/১১/২০২৪। এ মামলা বাদী ডামুড্যা থানা উপপরিদর্শক ইয়ার হোসেন। আগামী ১৮ ডিসেম্বর শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার তারিখ ও ১৯ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির দিন ধার্য্য করা হয়েছে। আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, বাচ্চু বেপারীকে ডামুড্যা থানার ধানকাঠি এলাকার ১০ ব্যাগ ককটেল উদ্ধার করা মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর কওে জেল হাজতে প্রেরণ করেছে।

Leave a Reply