শরীয়তপুরের জাজিরায়  ডিবি পরিচয়ে মিলন নামে একজনকে হত্যার অভিযোগ, ডিবি অস্বীকার

শরীয়তপুরের জাজিরায় ডিবি পরিচয়ে মিলন নামে একজনকে হত্যার অভিযোগ, ডিবি অস্বীকার

Social Share Now
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার মিলন বেপারী (৫৫) নামে একজনকে ডিবি
পরিচয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে মিলনের বাড়িতেই তারা যায়নি। বরং মিলন তার তার ভাগ্নে জামালকে গ্রেফতারের খবর পেয়ে দৌড়ে সেখানে আসার পর অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মারা গেছে। তাকে পুলিশ কোন আঘাতই করে নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার রাত পৌনে ১০টার দিকে শরীয়তপুরের ডিবি পুলিশের ৮ সদস্যেও একটি টীম জাজিরা থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। ডিবি বিকেনগর এলাকায় এক মাদক ব্যবসায়ী মোজাম্মেলকে গ্রেফতার করে। তার কাছে ১০০ গ্রাম গাজা পায়। তার নামে ৯টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি মতে নাওডোবা এলাকায় জামাল বেপারীর বাড়িতে গিয়ে জামালকে আটক করে। তার নামে ৩টি মামলা রয়েছে। সেখানে কোন মাদক পায়নি। এ সময় জামালকে ডিবি গ্রেফতার করেছে বলে তারই মামা নিহত মিলন বেপারী খবর পেয়ে ঐ রাতে জামালদের বাড়িতে দৌড়ে গিয়ে হাজির হন। এ সময় সে ক্লান্ত ও অস্থির হয়ে পড়ে। তাকে জাজিরা উপজেলা হাসপালে নেয়ার পর সে মারা যায়। এ দিকে মিলনের পরিবারের দাবী পদ্মাসেতুর দক্ষিণ থানার রেললাইনের পাশে তার বাড়িতে ঢুকে ডিবি পরিচয় তাকে থাপ্পড় দিলে হাসপাতালে আনার আগেই তিনি ঘটনাস্থে মারা যান। পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকার মিলন বেপারীর বাড়িতে ডিবি পরিচয় কিছু লোক গতরাতে প্রবেশ করে। নিহত মিলনকে কিছু লোকের নাম জিজ্ঞেস করলে তিনি তাদের চিনেন না বললে তাকে এক পর্যায়ে থাপ্পড় মারলে তিনি ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে মিলন বেপারীর স্ত্রী রেনু বেগম বলেন, ডিবি পরিচয়ে ৬/৭ জন লোক এসে তার স্বামীর কাছ থেকে কিছু লোকের নাম জিজ্ঞেস করলে, সেই লোক গুলোকে না চিনতে পারায় তার স্বামীকে হত্যা করে তারা চলে যায়। তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন।
এ ব্যাপারে ডিপি উপ-পরিদর্শক নওশের আলীকে বার বার তার মোবাইল ০১৯৭১৫১৭০১৪ নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ কওেরননি।
ডিবি পুলিশের ওসি আবু বকর মাতুব্বর বলেন, মিলনের বাড়িতেই তারা যায়নি। বরং মিলন তার তার ভাগ্নে জামালকে গ্রেফতারের খবর পেয়ে দৌড়ে সেখানে আসার পর অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মারা গেছে। তাকে পুলিশ কোন আঘাতই করে নি।

Leave a Reply