শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক                তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিকে সমর্থন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিকে সমর্থন

Social Share Now
শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচুর রহমান বাচ্চু তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছেন। তিনি আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান । এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তার এলাকার নিজ বাড়িতে শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি। কনেশ্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি একই ইউনিয়ন থেকে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যার মধ্যে একবার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। বুধবার দুপুরে তিনি শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে নিজ বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করেন। সভায় তিনি তার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন,মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আমাদের বলেছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা আওয়ামী লীগই করবেন, বিএনপিতে আসার দরকার নেই। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন। তার এই কথায় আমরা কনেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে তাকে সমর্থন জানিয়েছি। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন,শরীয়তপুরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী বিএনপিকে সমর্থন জানিয়ে আমাদের পক্ষে কাজ শুরু করেছেন। আমরা সবাই একটি পরিবার। তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করে যাবো।

Leave a Reply