শরীয়তপুর প্রতিনিধি ঃ জাজিরা নাওডোবা গোলচত্তরে পদ্মাসেতু হাইওয়েতে যাত্রী ছাউনির স্থান পরিবর্তনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শরীয়তপুরবাসি। আজ সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে ঢাকা বাসস্ট্যান্ডে স্থানীয় নাওডোবা এলাকার জনগনের ব্যানারে এ মানববন্ধন কর্ম সূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন , বিশিষ্ট সমাজ সেবক কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার, যুগান্তর শরীয়তপুর প্রতিনিধি কেএম রায়হান কবীর সোহেল, এশিয়ান টিভি প্রতিনিধি এমবি কাজী নাছির,রেজাউল পঞ্চায়েত,জাজিরা উপজেলা বিএনপির সাবেক সহসাধারন সম্পাদক রোকন ঢালি, নাওডোবা ইউনিয়ন যুবদলের সভাপতি তপু ঢালি, নাওডোবা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইদ্রিস ঢালি সহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ। বর্তমানে সেতু কতৃপক্ষ (বিবিএ) প্রায় সাড়ে ২৭ কোটি টাকা ব্যয়ে নাওডোবায় আন্ডার পাসের ৩০০ মিটার দক্ষিন পাশে একটি ছাত্রি ছাউনি এবং বাসস্ট্যান্ড করতে যাচ্ছে সেখানে ছাত্রি ছাউনি এবং বাসস্ট্যান্ড করা হলে শরীয়তপুর জেলাবাসির কোন কাজেই আসবেনা। তাদের দাব যেখানে বর্তমানে ঢাকা বাসস্ট্যান্ড নামে স্ট্যান্ড আছে সেখানে করা হলে দক্ষিন পশ্চিমাঞ্চলের সকল জেলার যাত্রি সাধারনের উপকার হবে। শরীয়তপুর জেলার জাজিরার মানুষ তাদেও বাপ দাদার ভিটেমাটি দিয়ে পদ্মাসেতু ও মহাসড়ক নির্মিত হয়েছে। শরীয়তপুরের বুকচিড়ে রেল লাইন গেছে। কিন্তু শরীয়তপুর বাসি রেল গাড়িতে ওঠার জন্য কোন স্টেশন নেই। এখন বাসে চলার জন্য একটি বাসস্ট্যান্ড ও ছাত্রি ছাউনি করা হবে তাও জেলা বাসির কোন উপকাওে আসবে না। আন্ডার পাসের উত্তর পাশে মাত্র ৩০০ মিটার সরিয়ে করা হলে ২১টি জেলার মানুষের উপকার হবে।