নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ কর্মশালা এক কর্মশালা আজ সকাল ১১টা থেকে দিব্যাপী নড়িয়া উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম, নড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র গাইডেন্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজিয়া মৃধা , সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার বক্তব্য রাখেন। দিনব্যাপী এ কর্মশালায় বাল্য বিয়ে শিকার ৪ জন নারী ভিকটিম শান্তা ইসলাম, রহিমা বেগম, কনিকা মশরীয়তপুরের নড়িয়ায় বাল্য বিয়ে প্রতিরোধে নুসার কর্মশালা
উভঃ নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ কর্মশালা এক কর্মশালা আজ সকাল ১১টা থেকে দিব্যাপী নড়িয়া উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম, নড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান,নফঢ়ডভ কভনা ীফহ পসভ। যভরভা ফসডভ, নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র গাইডেন্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজিয়া মৃধা , সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার বক্তব্য রাখেন। দিনব্যাপী এ কর্মশালায় বাল্য বিয়ে শিকার ৪ জন নারী ভিকটিম শান্তা ইসলাম, রহিমা বেগম, কনিকা মন্ডলও তানিয়া আকতারসহ নড়িয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন গনমাধ্যম কর্মী, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিএসও গন অংশ নেয়। এ সেমিনারে অংশ গ্রহনকারীগন উপজেলা পর্যায়ে বাল্য বিয়ে প্রতিরোধের পরিকল্পনা গ্রহন করেন।
ন্ডলও তানিয়া আকতারসহ নড়িয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন গনমাধ্যম কর্মী, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিএসও গন অংশ নেয়। এ সেমিনারে অংশ গ্রহনকারীগন উপজেলা পর্যায়ে বাল্য বিয়ে প্রতিরোধের পরিকল্পনা গ্রহন করেন।