শরীয়তপুরের পদ্মায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল  ২০ কিঃ মিঃ এলাকায় ইলিশ নিধন বন্ধ

শরীয়তপুরের পদ্মায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০ কিঃ মিঃ এলাকায় ইলিশ নিধন বন্ধ

Social Share Now

শরীয়তপুরের পদ্মা নদীতে নড়িয়া উপজেলার চন্ডিপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা পর্যন্ত ২০ কিঃ মিঃ এলাকা ৫ম ইলিশ অভয় আশ্রম ঘোষনা করেছে সরকার। এরমধ্যে নড়িয়া উপজেলায় ৫কিঃ মিঃ এবং ভেদরগঞ্জ উপজেলঅর ১৫ কিঃ মিঃ। আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস এ এলাকায় কোন মাছ নিধন করা যাবেনা। এ এলাকার বাইরে জেলেরা যেকোন মাছ শিকার করতে পারবে। ইতোমধ্যে জেলা মৎস্য বিভাগ ঐ এলাকার জেলেদেরকে এ ব্যাপারে অবহিত করে সতর্ক করে দিয়েছেন। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। তবে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১৫ হাজার ৪৬৫ জন জেলেকে ২মাসের জন্য প্রতিমাসে ৪০ কেজি করে মোট ১ হাজার ২৩৭ দশমিক ২ মেঃ টন চাল সহায়তা দিবে।
এ ব্যাপারে পদ্মাপাড়ের জেলে জলিল উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা চলা কালে আমাদেরকে সরকারের পক্ষথেকে যে প্রতি মাসে ৪০ কেজি চাল সহয়তা দেয়া হয় তাতে আমাদের সংসার চলে না। আমাদের অনেক কষ্ট হয়।
জেলে আবুল কালাম বলেন, সরকার জেলেদের যে তালিকা করে নিষেধাজ্ঞা চলাকালীন যে সহায়তা দেয় সেই সহায়তা জেলেরা সবাই পায় না। তাই অনেকে পেটের তাগিদে নদীতে মাছ ধরতে নামে। তখন প্রশাসনের পক্ষ থেকে হয়রানির শিকার হতে হয়।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল হাসান বলেন,শরীয়তপুরের পদ্মা নদীতে নড়িয়া উপজেলার চন্ডিপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা পর্যন্ত ২০ কিঃ মিঃ এলাকা ৫ম ইলিশ অভয় আশ্রম ঘোষনা করেছে সরকার। এ এলাকায় ১মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস কোন ইলিশ নিধন করা যাবেনা। আমরা ঐ এলাকায় সভা সমবেশ করে মাইকিং করে জেলেদের কে অবহিত করে দিয়েছি এবং সতর্ক করেছি। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারের পক্ষ থেকে ঐ এলাকার জেলেদের জন্য ২ মাস ৪০ কেজি করে চাল দেয়া হবে।

Leave a Reply