শরীয়তপুরের প্রেমতলায় ওরসের নামে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে  খেলাফত মজলিসের প্রতিরোধ,উভয় গ্রæপে উত্তেজনা, ঘটনাস্থলে সেনা মোতায়েন

শরীয়তপুরের প্রেমতলায় ওরসের নামে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে খেলাফত মজলিসের প্রতিরোধ,উভয় গ্রæপে উত্তেজনা, ঘটনাস্থলে সেনা মোতায়েন

Social Share Now
শরীয়তপুর সদর উজেলা প্রেমতলা নামক স্থানে সুরেশ্বরের মুরিদ আব্দুল আলী চৌকিদারের বাড়িতে আগামী ১৭,জানুয়ারী থেকে ৭দিন ব্যাপী ওরস ও মেলা কে কেন্দ্র করে আজ সকাল থেকে খেলাফত মজলিস ও আব্দুল আলী ভক্তদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের শত শত লোকজন মারমুখি। খেলাফত মজলিসের পক্ষথেকে বলা হচ্ছে ওরসের নামে প্রতি বছর আবদুল আলী চৌকিদারের বাড়িতে নারী পুরুষ সম্মিলিত ভাবে ইসলামী বিরোধী অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। তাই এখানে ওরসের নাম করে উৎসব বা মেলা করতে দেয়া হবেনা। তারা শত শত মুসল্লি নিয়ে প্রেমতলার দিকে অগ্রসর হতে চেষ্টা করে। এ প্রচেষ্টাকে ঠেকাতে আবদুল আলী ভক্তরা প্রতিরোধ গড়ে তোলার জন্য শত শত লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন আইন শৃংখলা বাহিনী তথা সেনাবাহিনী, পুলিশ,ডিবি পুৃলিশ, গোয়েন্দা ও ম্যাজিস্ট্রেট সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খেলাফত মজলিসের মুসল্লিদের ঘটনাস্থলে গিয়ে মুখোমুখি হতে নিষেধ করেন। তিনি এ ধরনের অসামাজিক বা অনৈতিক কার্যকলাপ বন্ধের আশ্বাস দেন। এরপর মুসল্লিরা ম্যাজিস্ট্রেট এর কথায় আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে যায়।এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ,ডিবি পুৃলিশ, গোয়েন্দা মোতায়েন সহ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।

Leave a Reply