শরীয়তপুর প্রতিনিধি \ ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অধিকার,সমতা, ক্ষতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপÍর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভির হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,সাংবাদিক আবুল হোসেন সরদার, ডাঃ কাওসার আহম্মেদ,শরীযতপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল । এ সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেরকারী সংগঠনের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ২০জন কর্মক্শ দুঃস্থ নারীদের প্রত্যেকের মাঝে ১৫ হাজার টাকার চেক ও ১০ জন নারীকে স্বাবলম্বী করতে ১০টি সেলাই মেশিন বিতরন করা হয়।