আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলায় আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারসহ সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারন সদস্য পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ছাবেদুর রহমান খোকা সিকদার সাধারন সদস্য পদে ভেদরগঞ্জ উপজেলার জন্য আঃ কাইয়ুম পাইক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেন।