জাজিরা উপজেলার মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। অমারাতœক আহত হয়েছেন ২ জন তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা পাঠানো হয়েছে । এ ঘটনায় বোমার আঘাতে উড়ে গেছে এক জনের কব্জি সহ ঘরের চাল। আশ পাশে পড়ে আছে শত শত বোমা তৈরীর সরঞ্জাম। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশের ধারণা করছে ককটেল বানানোর সময় বিস্ফোরণে মারা যান তিনি।বৃহস্পতিবার ভোওে অনুমান ৪টায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলেএবং স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বিলাসপুরইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিনের। গত শনিবার দিবাগত রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। বৃহস্পতিবার ভোর অনুমান ৪টায় আবার বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর। পরে সেখানে লোকজন এসে দেখেন কুদ্দুস বেপারীর চাচাত ভাই সাগর বেপারীর সদ্য নির্মিত একটি নুতন দোচালা টিনের ঘরে শত শত ককটেলের আলামত ও ঘরটি বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আশে পাশে
টিনের টুকরো কাঠের টুকরোসহ তাজা ককটেলের আলামত সহ বস্তা ভর্তি ককটেল সাদৃশ্য কৌটা পড়ে আছে। ঘটনাস্থলে রক্ত মাখা সেন্ডেল দেখা গেছে। কিছু দওে বিলের ধারে রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের হাতের কবজি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিে কে খবর দেয় া। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে যায়। এ ঘটনায় নবীন সরদার (২৮)ও আরমান মোল্যা (৩০) নামে দুইজন গুরুতর আহত হয়েছে। আহত দ’ুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন পিপিএম সেবা জাজিরা থানার ওসি সালেহ আহম্দে এলাকা পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের সমর্থকদের এহেন ককটেল তৈরী বা বিস্ফোরনে এলাকায় চরম আতংক বিরাজ করছে। এলাকার কোন পুরষ লোক নেই। সেখানে সুশান নিরবতা। এ ঘটনায় কেউ গ্রেফতার নেই।
এ ব্যাপারে সাগর বেপারীর ¯ত্রী শিল্পী আকতার বলেন, আমি রাতে আমার ঘরে বাচ্চা দেও নিয়ে ঘুমিয়ে ছিলাম । ভোর অনুমান ৪টায় হঠাৎ করে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তার পওে শুনতে পাই আমাদের নুতন ঘরে কে বা কারা বোমা বানাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহান নামে এক লোক মারা গেছে। আরো ২ জন আহত হয়েছে। নিহত সোহানের বাড়ি চেরাগ আলী বেপারী কান্দি। আমার স্বামী সাগর বেপারী ভেন চালক সে রাত ৩টায় ভেন নিয়ে কাজির হাটে গেছে।আমরা এ ঘটনার কিছু জানিনা।
ঘটনাস্থলের পাশে ভাড়াটিয়া বাসার লোকমনিকা আকতার বলেন, আমাদেও পাশে ভোর ৪টায় বিকট আওয়াজ শুনতে পাই। এরপর কান্নাকাটি লোকজনের সরগরম। পওে জানতে পারলাম লোক মারাগেছে আরো ২ জন আহত হয়েছ্।ে
এ ব্যাপারে বিলাসপুর ইউপি চেয়ারম্যান জাজিরা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আঃ কুদ্দুস বেপারীকে তার মুঠো ফোনে বার বার ফোন দিয়ে পাওয়া যায়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আমাদেও ধারনা ককটেল তৈরী করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। যেহেতু মৃত ব্যক্তির দুহাতের কবজি উড়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছি। মরদেহের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। দুহাতের কবজি উড়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।