জাতীয় ভোটার দিস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় একটি র্যালী বের করা হয়। র্যালীটি শরীয়তপুর সার্কিট হাউস থেকে শুরু কওে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান । তোমার আমার বাংলাদেশে ,ভোট দিব মিলে মিশে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।