শরীয়তপুর প্রতিনিধি \ জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট বাদ মাগরিব শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমপ্লেক্স ভবনের সামনে জেলা মৎস্যজীবিলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা মৎস্যজীীবলীগের নেতা নাজির খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল। এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা মৎস্যজীবিলীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম স্বপন সরকার,সাবেক ছাতলীগের নেতা শহিদুল ইসলাম কোতোয়ালসহ অনেকে । এ সভায় জেলা , উপজেলা ও পৌরসভা মৎস্যজীীবলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে গনভোজের আয়োজন করা হয়।