শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহে র্যালী ও আলোচনা সভা
শরীয়তপুর প্রতিনিধি ঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অভয় আশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ অয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক এ র্যালীতে নেতৃত্ব দেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম,। বিশেষ অতিথি ছিলেন অতিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন। এ সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বেসরকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক , মৎস্যজীবি ও মাছ চাষীগন সভায় অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এলাকার মধ্যে পুকরে মাছের পোনা অবমুক্ত করা হয়।