শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপি ও অ্গং সংগঠনের উদ্যোগে আজ রোববার বিকেল ৫টায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদেও সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান মাদবর, বক্তব্য রাখেন জেলা যুবদলেল সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ.যুগ্নসাধারন সম্পাদক আতিক মোল্যা, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা, জেলা ছাত্রদলের নেতা ইসহাক সরদার। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।