শরীয়তপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল বাস্তবায়নে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল বাস্তবায়নে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. রেহান উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ইপিআই তত্বাবধায়ক মোজাম্মেল হোসেন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুইয়া,পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মাসুদ মামুন,গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান,ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অংশগ্রহণকারীরা টাইফয়েড প্রতিরোধে টিকার গুরুত্ব,কার্যকর বাস্তবায়ন কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় জানানো হয়,দুটি পর্যায়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।৯মাস থেকে ১৫ বছর পর্যন্ত জেলায় সর্বমোট ৩লাখ ৯৭হাজার ৯৩২ জন উপযোগী শিশু ও কিশোর-কিশোরীকে এই ভ্যাকসিনের আওতায় আনা হবে। এসময় আরো জানানো হয়,১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেনী বা সমমানে অধ্যায়নরত শিক্ষার্থীদের টিকা দেয়া হবে এবং ১নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সকল টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়া হবে।এজন্য সকলকে অনলাইনে নিবন্ধন করতে হবে।
এসময় বক্তারা বলেন,টাইফয়েড একটি প্রাণঘাতী রোগ।সময়মতো ভ্যাকসিন গ্রহণ করলে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।তাই সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য বিভাগ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে।
উল্লেখ্য,স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স (এধার), চঅঞঐ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)-এর সহযোগিতায় সারাদেশে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

Leave a Reply