শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২১০২৫ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী মাঠে দিনব্যাপী অর্থোপেডিক্স ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এখানে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি তে রোগী দেখা ও চিকিৎসাপত্র দেয়া হয়েছে। ৩জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এ মেডিকেল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ টীমের প্রধান হচ্ছেন ঢাকা থেকে আগত অর্থো সার্জারী কনসালটেন্ট ডাঃ দিবাকর সরকার। তার সাথে আছেন ডাঃ কায়সার আহম্মেদ (এমবিবিএস,) তারিন সুলতানা মুন্নি (এমবিবিএস) সদর হাসাপাতাল শরীয়তপুর। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এ মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেছেন। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন ,ডিডিএলজি পিংকি সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আসলাম হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের সরকারী কমকর্র্তাগন। এ ক্যম্পে শত শত নারী পুরুষ রোগী চিকিৎসা সুবিধা নিচ্ছেন।