জ্বালানী তেল মাপে কম দেয়ায় শরীয়তপুরে দুটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে (ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ) ভ্রাম্যমান আদালত। রোববরার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সুজন কাজী অভিযান চালিয়ে শহরের গেøারী ফিলিং স্টেশন ও হাজী আঃ জলিল ফিলিং স্টেশন দুটিতে জালানী তেল পরিমাপে কম দেয়ায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেন। তিনি বলেন ন্যায্য মূল্যে জালানা তেল সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান কালে দেখা যায় হাজী আঃ জলিল ফিলিং স্টেশনে প্রতি ৫লিটার জালানী তেল সরবরাহ দিতে ৮০ মিলি লিটার তেল কম সরবরাহ করছে ও গেøারী ফিলিং স্টেশনে তিনটি মেশিনে ৮০ থেকে ১৮০ মিলি লিটার পর্যন্ত তেল কম দিে ছে বলে তাৎক্ষনিক প্রমান মিলে ।ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৮ ধারা অনুযায়ী এ দুটি ফিলিং স্টেশন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।