শরীয়তপুরে নারীকে শ^াসরোধ করে হত্যা, স্বর্নালংকার লুটপাট

Social Share Now
গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌর রুপনগর এলাকার মালেক মাদবরের চার তলা বাড়ীর ২য় তলার পুর্ব পাশের্^র একটি কক্ষের এক নারীকে শ^াসরোধ করে হত্যা করেছে দৃবৃর্ত্তারা। তার ভাড়া করা ফ্লাটের এক কক্ষে খাটের উপর শোয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। পালং মডেল থানা পুলিশ তার রুমে তালা লাগিয়ে দিয়েছে। সি আই ডির ক্রাইম বিষেশজ্ঞ দল আসলে তার লাশ উদ্ধার করেছে।
এক সন্তানের মা ডিভোর্সী নারী নাজমা বেগম(৪২)। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তার ছেলে নিরব কাজী (১২) কে পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে পাঠায়। নিরব দুপুরে স্কুল থেকে এসে দেখে রুমের দরজা খোলা। তখন সে রুমের ভিতরে প্রবেশ করে দেখে তার মা খাটের উপর উপুর হয়ে পড়ে আছে। গলায় গামছা পেচানো, স্টিলের আলমারি খোলা। তার মাকে ডকাডাকি করে কোন রকম সাড়া শব্দ না পেয়ে আতœচিৎকার করলে বাড়ীর মালিকের স্ত্রী নাজমুন নাহার দৌড়ে আসেন। তিনি এসে দেখেন নাজমার শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন তিনি পালং মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে রুমে তালাবদ্ধ করে দেয়। পরে সি আই ডি দলের লোকজন এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পালং মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply