শরীয়তপুরে নির্বাচন কর্মকর্তা/কর্মচারীদের মানববন্ধন

শরীয়তপুরে নির্বাচন কর্মকর্তা/কর্মচারীদের মানববন্ধন

Social Share Now
সিভিল রেজিস্ট্রেশন অথোরটি নামে একটি মন্ত্রনালয় সৃষ্টি করে এনআইডি কার্যক্রম তাদেও হাতে দেয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় শরীয়তপুওে আজ দুপুওে নির্বাচন অেিসর সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে শরীয়তপুওে কর্মরত নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীগন। তাদেও দাবী তাদেও সন্তান তারাই লালন পালন করবে। অন্যেও হাতে দেয়া যাবেনা। কারন এনআইডি প্রোগ্রামটি নির্বাচন কমিশন শুরু থেকে কওে আসছে ভবিষ্যতে ও তারা নিষ্ঠার সাথে করবে বলে মতামত ব্যক্ত করেছেন। এ সময় বক্ব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

Leave a Reply