শরীয়তপুরে পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

Social Share Now


শরীয়তপুর জেলায় গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি সুরেশ্বর পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুরে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এক সপ্তাহ ধরে অস্বাভাবিক হারে পদ্মায় পানি বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে পানি বইছে ৪ দশমিক ৬১ মিটারে। পানি বৃদ্ধির ফলে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার নদীর তীরবর্তী চরাঞ্চল/নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু গ্রামে নদীর পানি প্রবেশ করেছে । এছাড়া নিম্নাঞ্চলে থাকা কৃষি জমিতেও পানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বন্যার যাবতীয় তথ্য সংগ্রহ করতে কাজ শুরু করেছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব এ থ্য নিশ্চিত করে বলেন, পদ্মা নদীর পানি কয়েক দিন যাবত বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Leave a Reply