শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‌্যালী

শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‌্যালী

Social Share Now
শরীয়তপুর জেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে আজ ১ সেপ্টেম্বর ৪টি গ্রুপে বিভক্ত হয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে শিল্পকলা মাঠ সংলগ্ন শরীয়তপুর কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহি উদ্দিন আহম্মেদ জিন্টু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি কর্ণেল অবঃ এস এম ফয়সাল, কেন্দ্রীয় মহিলা দলের সমবায় বিষয়ক সম্পাদিকা এড.শামীমা আকতার সাথী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান মাদবর ,সদর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম তালুকদার।জেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক ইসহাক সরদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সাবেক যুগ্নসম্পাদক রোকন ঢালি, জেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাচ্চু সরদার, জেলা মৎস্যজীবিদলের আহবায়ক হাজী খোকন,সদর উপজেলা কৃষকদলের সভাপতি জুয়েল সহ অনেকে। এরপর কেক কেটে দিবসটি পালন করা হয়।
এ দিকে জেলা বিএনপির সহসভাপতি আঃ মান্নান মাদবরের নেতৃত্বে সকাল ১১টায় একটি র‌্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ ছাড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন কালুর নেতৃত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে পৃথক আরো দুটি র‌্যালী বের করা হয়।

Leave a Reply