বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু থেকে ফেলে দেয়ার হুমকির প্রতিবাদে দেশব্যাপী জেলা পর্যায়ে বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা বিএনপি ও অংগ সংগ সংগঠনের যৌথ উদ্যোগে ধানুকা পানি উন্নয়ন বোর্ড এর নিকট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শরীয়তপুর শিশু পরিবারের রাস্তা প্রদক্ষিন করে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত মহাসড়কের মুখে যাওয়ার পর পুলিশের বাধা খেয়ে সেখানে সমাবেশ করে। সেখানে বক্তারা খালেদা জিয়াকে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু থেকে ফেলে দেয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে খালেদা জিয়া, মিয়া নুরুদ্দিন অপু সহ সকল রাজনৈতিক নেতা কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানান। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আঃ মান্নান মাদবর ,জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মুন্সি,জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ,জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্নআহবায়ক অলি উল্লাহ খান,পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বেপারী,আলী আজ্জম ফকির , যুবদলের নেতা ওবায়দুর রহমান খান, সোহাগ শরীফ, সোহেল রানা, দবির হোসেন বেপারী, শাহীন বেপারী, নাসির জমাদ্দার,ছাত্রদলের নেতা ইসহাক সরদার, জোনায়েদ ঢালি,সোহেল তালুকদার, আল ইসলাম সহ অনেকে