শরীয়তপুরে বিলাসপুর অভিযানে যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল উদ্ধার

শরীয়তপুরে বিলাসপুর অভিযানে যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল উদ্ধার

Social Share Now

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করে বিভিন্ন বাড়ির আশপাশ ও বাঁশঝাড়ে তল্লাশি চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, বিলাসপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে দুই পক্ষের সংঘর্ষে শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে মুলাই ব্যাপারী কান্দি এলাকার সাগর বেপারীর বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সোহান ব্যাপারী ঘটনাস্থলেই এবং পরে চিকিৎসাধীন অবস্থায় নবীন সরদার মারা যান। ঘটনার পর শুক্রবার সকালে বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তা ধ্বংস করা হয়।
এর ধারাবাহিকতায় সোমবার ওই এলাকায় পুনরায় যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানে ৪৫টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন বলেন, “বিলাসপুরে যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৪৫টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply