শরীয়তপুর প্রতিনিধি।ঃ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ/২০২৫ উপলক্ষে আজ সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সদর হাসপাতালের সামনে থেকে শুরু করে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দি;ন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ মাসুদ মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা , জেলা বিএনপির সহসভাপতি সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার, শিশু বিষেজ্ঞ ডাঃ মিজানুর রহমান। এ সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ,নার্স, বালিকা বিদ্যালয়ের ছাত্রি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগন অংশ নেয়।