শরীয়তপুরে বোমা বানানোর সময় বিস্ফোরন আরো একজনের মৃত্য। এনিয়ে  নিহত ৩ , গ্রেফতার ১১

শরীয়তপুরে বোমা বানানোর সময় বিস্ফোরন আরো একজনের মৃত্য। এনিয়ে নিহত ৩ , গ্রেফতার ১১

Social Share Now
শরীয়তপুর প্রতনিিিধ ঃ শরীয়তপুররে জাজিরা উপজলোয় ‘বোমা বানানোর সময়’ বিস্ফোরণে আহত আরও এক যুবক মারা গেছনে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে । এ ঘটনায় জাজিরা থানার পুলিশ ১১ জনকে গ্রফেতার করেছে। মঙ্গলবার রাতে ঢাকা বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা (২৭) নামের যুবক মারা যায় বলে জাজিরা থানার ওসি তদন্ত আব্দুস সালাম জানান। গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়ীতে এ ঘটনা ঘটে বলে জানান জাজিরা থানার ওসি সালেহ আহম্মদে। গত ১২ জানুয়ারি ডগ স্কোয়াড নিয়ে যৌথ বাহনিীর অভিযানে ৪৫টি ককটলে ও দেশীয় অস্ত্র উদ্ধার করছে। নিহত নবীন সরদার (২৮) ওই গ্রামরে রহিম সরদারের ছেলে। সকালে ঘটনাস্থলে মারা যান একই এলাকার দেলোয়র হোসনে বেপারীর ছেলে সোহান বেপারী (৩২)। জয়নাল মোললার ছেলে নয়ন মোল্লা (২৭) প্রত্যক্ষর্দশীদের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় উত্তজেনা চলছিল। ৮ জানুয়ারি ভোর ৪টার দিক একটি বাড়ীতে বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বোমা বস্েিফারণে একটি ঘররে দো-চালা উড়ে গেেছ। এর কছিু দূরে পিয়াজ ক্ষেতে সোহান বেপারী লাশ পাওয়া যায়।
এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। যারা গোপনে ঢাকার বভিন্নি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে নবীন, নয়ন ঢাকা বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । ওসি সালহে আহমদ বলনে, নবীন সরদার, নয়ন মোল্লাসহ ৩ জন যুবকরে মারা যায়। তবে এ ঘটনায় মোট ১১জনকে গ্রফেতার করা হছ।

Leave a Reply