শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিঃ এর অফিসে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার ১৮ লাখ ৫৮ হাজার টাকা জব্দ
শরীয়তপুর প্রতিনিধি \ গত ২৫ জানুয়ারী গভীর রাতে শরীয়তপুর শহরের উত্তর মাথায় মজিদ জরিনা ফাউন্ডেশনের দোতলায় পিছনের জানালার গ্রীল কেটে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিঃ এর অফিসের ডাকাতি করে ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকা নিয়ে যায়। এ ঘটনার ১৩দিনের মাথায় গতকাল বুধবার খুলনা থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পালং মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল। এ সময় ডাকাতের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা , একটি পিকআফ গাড়ি,একটি পালচার মোটর সাইকেল, একটি দেশী রিভলবার রামদা ,ছুরি, তালা কাটার যন্ত্রপাতি,৫০টি মোবাইল জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ডাকাত মেহেরাজ (৫০) মোর্শেদ (৩০) ও মিলন মোল্যা (৩০)। এদের প্রত্যেকের বাড়ি খুলনা মহানগর এলাকায় ।।এরা পেশাদার ডাকাত।এদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএমএক প্রেস ব্রিফিয়ের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আহসান