শরীয়তপুরে  ভারতীয় বন্দীর  লাশ দাহ !

শরীয়তপুরে ভারতীয় বন্দীর লাশ দাহ !

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলা কারাগারে আটক থাকা অবস্থায় ভারতীয় নাগরিক রাজন (৬৩) পিতা দিলীপ গত ১৮ মে/২৫ তারিখে অসুস্থ হলে তাৎক্ষনিক ভাবে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এরপর থেকে তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছি। দীর্ঘ প্রায় ৭ মাস অতিবাহিত হওয়ার পর আজ ৩ ডিসেম্বর /২৫ সকাল ১০টায় কারা কতৃপক্ষ সদর উপজেলার মনোহরবাজার শ্নশানে সৎকার করেছেন।উল্লেখ থাকে যে , পদ্মা দক্ষিন থানার পুলিশ মৃত রাজনকে ২০২২ সালে ২৫ আগষ্ট সন্দেজনক ভাবে কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট আইনের ৪ ধারায় পদ্মাসেতু এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেন। পরদিন ২৬ আগষ্ট /২২ থেকে সে কারাগারে ছিলেন। এবং আদালত তাকে ১ বছর স্বশ্রম কারাদন্ড দিয়েছিল। কারাদন্ড শেষ হওয়ার পরেও সে মুক্তি পায়নি। কারন সে বিদেশী নাগরিক। বিভিন্ন পর্যায়ে লেখালেখি ও দু ’দেশের মধ্যে বৈঠক শেষে তার মরদেহ শরীয়তপুরে সৎকারের সিদ্ধান্তের পরে আজ কারা কতৃপক্ষ সৎকার করেছেন।

Leave a Reply