বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট এর ৪দিন ব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপনস ভলান্টিয়ার ট্রেনিং আজ থেকে শুরু হয়েছে। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এর ট্রেনিং সেন্টারে ইউনিটের ২৫জন ভলান্টিয়ারস এ ট্রেনিংয়ে অংশ নেয়। মাগুরা ও নোয়াখালীর ২ জন দক্ষ প্রশিক্ষক এদের কে ট্রেনিং দিচ্ছেন। শরীয়তপুর জেলা প্রশাসক ও শরীয়তপুর রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান মিজ তাহসিনা বেগম আজ সকাল ৯টায় ট্রেনিং এর শুভ উদ্বোধন করেছেন। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, ইউনিটের ভাইসচেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সেক্রেটারী মোঃ আবুল হোসেন সরদার,নির্বাহী কমিটির সদস্য এড.ফিরোজ আহম্মেদ মুন্সি ও ইউনিট অফিসার শংকর চন্দ্র বৈদ্য।