জাতীয় সমাজসেবা দিবস/২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর শরীয়তপুর কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমী চত্তর থেকে একটি ওয়াকাথন এবং সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মুক্ত আড্ডা ও কল্যাণমুলক সেবা প্রদান আয়োজন করে। সমাজসেবা অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক জনাব বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, ডাঃ আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় জেলার নবীন ,প্রবীণ, এনজিও প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি,সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের সদস্য ও আহতরা বক্তব্য রাখেন। এ সভাশেষে জেলা প্রশাসক ওয়াকাথনে অংশ গ্রহনকারীদেও মধ্যে পুরস্কার ও অসহায়দেও মধ্যে সমাজসেবার ঋন সহ ১০ জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার প্রদান করেন।