শরীয়তপুরে সমাজ কল্যাণের  ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরন

শরীয়তপুরে সমাজ কল্যাণের ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরন

Social Share Now

সমাজ কল্যাণ পরিষদ শরীয়তপুরের উদ্যোগে আজ সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় জেলার ৩৯টি সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠানকে সামাজিক কার্যক্রমের জন্য ৯ লাখ ৩৬ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়। জেলা প্রশাসক এ চেক বিতরণ করেছেন। জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য , ডাঃ কায়সার আহম্মেদ। এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সমাজ কল্যান মূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন অংশ নেয়। এ সভা থেকে জেলার সকল ভিক্ষুকদের পূর্নবাসনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Leave a Reply