শরীয়তপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবীতে মানববন্ধন

শরীয়তপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবীতে মানববন্ধন

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের উপর হাতুড়িপেটা ও হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। গত সোমবার হামলার ঘটনায় ভুক্তভোগী সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৮/ ১০ জন অজ্ঞাতনামা আসামী করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় শরীয়তপুর প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরামসহ অন্যান্য সংগঠনের সাংবাদিকরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেয় তারা।
উল্লেখ্য যে সরকারি হাসপাতালের ক্লিনিক বানিজ্য সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন, নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের বিধান মজুমদার অনি, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের উপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে চালায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত সাংবাদিক সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply