শরীয়তপুরের সদর সাবরেজিষ্ট্রি অফিসের বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান পরিচালনা করেছে। আজ বুধবার দুপুরে মাদারীপুর দুদকের ৫ সদস্যের একটি টীম এ অভিযান পরিচালনা করেন। দুদকের সহকারী পরিচালক মোঃ আকতারুজ্জামান টীমের নেতৃত্ব দেন। তাদের বক্তব্য মতে সদর সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দলিল করতে অতিরিক্ত টাকা নেয়া হয়, নকল কপি নিতে অতিরিক্ত টাকা নেয়া ,জমির শ্রেণী পরিবর্তন করা হয়, দলিলের দাতা ও গ্রহিতার নাম পরিবর্তন করা হয়। এ সকল অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। সদর সাবরেজিষ্ট্রার ওমর ফারুক এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন এ সব এখন এখানে হয়না। তাছাড়া সুনিদিষ্ট কিছিু দলিলের ব্যাপাওে অভিযোগ করছে। এ সব দলিল আমার আগের সাবরেজিষ্ট্রারের আমলের।
এ ব্যাপারে সদর সাব জেস্ট্রিার ওমর ফারুক এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন এ সব এখন এখানে হয়না। তাছাড়া সুনিদিষ্ট কিছিু দলিলের ব্যাপারে অভিযোগ করছে। এ সব দলিল আমার আগের সাবরেজিষ্ট্রারের আমলের।
দুদক মাদারীপুর এর সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, সদর সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দলিল করতে অতিরিক্ত টাকা নেয়া হয়, নকল কপি নিতে অতিরিক্ত টাকা নেয়া ,জমির শ্রেণী পরিবর্তন করা হয়, দলিলের দাতা ও গ্রহিতার নাম পরিবর্তন করা হয়। এ সকল অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।