শরীয়তপুর প্রতিনিধি \ যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শোকদিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। বিশেষ করে সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক পারভেজ হাসান , পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন,জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা,সিভিল সার্জন অফিসসহ সরকারী ও বেসরকারী অফিস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের পক্ষথেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামীলীগের পক্ষথেকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার,গিয়াস উদ্দিনপাহাড়,শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কোতোয়াল,জেলা আওয়ামীলীগের সদস্য এড.আলমগীর হোসেন মুন্সি,জেলা আইনজীবি সমিতির সভাপতি এ.িজহিরুল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.জাহাঙ্গীর হোসেন ,পিপি এড.মীর্জা হজরত আলী, সহ অনেকেই উপস্থিত ছিলেন,