শরীয়তপুরে  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

শরীয়তপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

Social Share Now

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শরীয়তপুরে ৩১বার তোপধবনির মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়েছে। এরপর একে একে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ,জেলা পরিষদ, উপজেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারী দপ্তর সমূহ সামাজিক ও পেশাজীবি সংগঠন, শরীয়তপুর প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পন করেছে। সকাল ৭টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকাল সোয়া ৯টায় বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আঃ রউফ স্টেডিয়ামে ছাত্রছাত্রিদেও শরীয়রচর্চা ,কুচকাওয়াজ,১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা,এরপর বিজয় মেলা, বিকেলে , প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও সরকারী নির্দেশ অনুযায়ী অন্যান্য কর্মসূচী ও পালন করা হয়।

Leave a Reply