২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধনি’র পর শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনাওে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন,সিভিল সার্জনের কার্যালয় ,জেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা , সদর উপজেলা পরিষদ,বিভিন্ন পেশাজীবি ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন সরকারী দপ্তর,সরকারী ও বেসরকারী সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯টায় ল্যান্স নায়ক মুন্সি আবদুর রউফ
শরীয়তপুর স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহ
নে সমাবেশ ও কুচকাওয়াজ ,সকাল ১১টায় পৌর অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ জাতীয় সকল কর্মসূচী পালন করা হয়েছে।