শরীয়তপুরে ২ জন প্রত্যাহার, ২১ জন প্রতিদ্বন্দি প্রার্থী

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুরে গত মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিন দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন । এরমধ্যে শরীয়তপুর-১ আসনে জামাত ইসলামী বাংলাদেশ এর প্রার্থী ড.মোশারফ হোসেন মাসুদ,শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান । বর্তমানে শরীয়তপুর জেলায় তিনটি আসনে মোট ২১জন বৈধ প্রাথী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে শরীয়তপুর-১ আসনে ৮জন। এরা হলেন খেলাফত মজলিসের জালালুদ্দীন আহম্মেদ রিক্সা গনঅধিকার পরিষদের ফিরোজ আহম্মেদ ট্রাক, জাতীয় নাগরিক পার্টির আবদুর রহমান শাপলাকলি ,ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ তোফায়েল আহম্মেদ হাগপাখা , বাংলাদেশ জাতীয়তাবাদীদল সাঈদ আহম্মেদ আসলাম ধানেরশীষ .স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম মোটর সাইকেল ,স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা ঘোড়া ,সুপ্রীম পার্টির নূরমোহাম্মদ একতারা।
শরীয়তপুর-২ আসনে মোট ৯ জন প্রার্থী রয়েছেন, এরা হলেন জাতীয়পার্টি জসিম উদ্দিন লাঙ্গল ,জামাত ইসলামী বাংলাদেশ মাহমুদ হোসেন দাড়িপাল্লা ,বাংলাদেশ খেলাফত আন্দোলন মাহমুদুল হাচান বটগাছ ,বাংলাদেশ জাতীয়তাবাদীদল সফিকুর রহমান (কিরণ) ধানেরশীষ , ইসলামী আন্দোলন বাংলাদেশ ইমরান হোসেন গাতপাখা ,জনতার দলের পারভেজ মোশারফ কলম ,স্বতন্ত্র মোঃ আলমগীর হোসেন,স্বতন্দ্র মোঃ নাসির,গনঅধিকার পরেষদের আখতারুজ্জামান স¤্রাট ট্রাক ।
শরীয়তপুর-৩ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন ,এরা হলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদীদল মনোনীত মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ধানেরশীষ,জামাত ইসলামী বাংলাদেশ মোহাম্মদ আজহারুল ইসলাম দাড়ি পাল্লা ,ইসলামী আন্দোলন বাংলাদেশ হানিফ মিয়া হাতপাখা ,জাতীয় পার্টির মোঃ আবদুল হান্নান লাঙ্গল।

Leave a Reply