মনোনয়নপত্র বাছাইয়ের ১ম দিনে শরীয়তপুর-১ আসনে ৩টি মনোনয়নপত্র বাতিল ও ৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। আজ সকাল ১০টায় জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সম্মেলন কক্ষে বাছাই করা হয়। বৈধ হয়েছেন যারা তারা হলেন গন অধিকার পরিষদেও মোঃ ফিরোজ আহম্মেদ, জামাত ইসলামী বাংলাদেশ মোঃ মোশারফ হোসেন, খেলাফত মজলিসের জালালুদ্দীন আহম্দে, বিএনপির সাঈদ আহম্মেদ. এনসিপির আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের মোঃ তোফায়েল আহম্দে ।
বাতিল হয়েছে তিনটি। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ( লেঃ কর্ণেল রাসেল),তিনি মৃত ব্যক্তির ভোটার স্বাক্ষর সম্বলিত তালিকা জমা করেছেন।মোঃ গোলাম মোস্তফা স্বতন্ত্র তার দাখিল কৃত মনোনয়নের সাথে ঠিকানা মিল নেই। প্রতিক এর নাম উল্লেখ নেই। দাখিলকৃত ১% ভোটার এর মধ্যে ক্রমিক বিহীন ভোটার। এ ছাছাড়া বাংলাদেশ সুপ্রীম পার্টির নূরমোহাম্মদ মিয়া তার দাখিল কৃত ভোটার তালিকা সঠিক নয়, টিন সাটিফিকেটের রিটার্ন কপি নেই।এ সব কারনে এদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।