শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে একটি ২০মেঃটন চাল বোঝাই ট্রাকের এক্সেল ভেংগে গিয়ে রাস্তার উপরে পড়ে যায়। এতে করে রাস্তার দুই পাশে শত শত ট্রাক বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। চাঁদপুর-শরীয়তপুর মহাসড়কে মংলা ও চট্রগ্রাম গামী যানবাহন ও যাত্রী সাধারন চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
শরীয়তপুর ট্রাফিক পুলিশ ও ভুক্তভোগী গাড়ি চালকগন জানান, সোমবার সকাল সাড়ে ৬ টায় শরীয়তপুর চাঁদপর মহাসড়কের শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর এলাকার হোগলা মাকসাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষিরার ভুমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা ২০মেঃটন চাল বোঝাই একটি ট্রাকের (সাতক্ষিরা -ট-১১-০২১৯) এক্সেল ভেংগে গিয়ে রাস্তার মাঝ খানে আড়াআড়ি ভাবে পড়ে যায়। এতে করে রাস্তার দুই পাশে শত শত ট্রাক বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ফলে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। চাঁদপুর-শরীয়তপুর মহাসড়কে মংলা ও চট্রগ্রাম গামী যানবাহন ও যাত্রী সাধারন চরম দুর্ভোগের স্বীকার হয়েছেন। 
এ ব্যাপারে চাল বোঝাই ট্রাকের ড্রাইভার জাহাঙ্গীর আলম রাজা বলেন, সাতক্ষিরার ভুমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা ২০মেঃটন চাল বোঝাই একটি ট্রাকের (সাতক্ষিরা-ট-১১-০২১৯) নিয়ে কুমিল্লা রওয়ান করছি। পথিমধ্যে শরীয়তপুর চাদপুর মহাসড়কের মাকশাহার নামক স্থানে রাস্তা খারাপ থাকায় গাড়ির এক্সল ভেঙ্গে বিকল হয়ে যায়। এক্সেল ভেংগে গিয়ে রাস্তার মাঝ খানে আড়াআড়ি ভাবে পড়ে যায় এতে করে ব্যাপক যানজটের সৃটি হয়েছে।
শরীয়তপুরের ট্রাফিক ইন্সিপেক্টর (টি আই) নিজাম হোসেনের বলেন, ঘটনা শোনার আমরা পুলিশৈর লোক নিয়ে রাস্তার চলাচল স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।তবে একটু সময় লাগবে বিকল ট্রাক থেকে মালামাল সরিয়ে গাড়িটি সরাতে হবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাবিল হোসেন বলেন, একটি স্পীড ব্রেকারে ওঠার সময় চাল বোঝাই একটি ট্রাক বিকল হয়ে গেলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অপসরনের জন্য চেষ্টা চলছে। আমরা আশা করছি ঈদের পূর্বে এ সব খারাপ রাস্তা মেরামত করে দিব।