শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে না রেখে ঢাকা বিভাগে রাখার দাবীতে পদ্মাসেতু বøকেট

শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে না রেখে ঢাকা বিভাগে রাখার দাবীতে পদ্মাসেতু বøকেট

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে না রেখে ঢাকা বিভাগে রাখার দাবীতে আজ মঙ্গলবার সকাল ১১টায় শরীয়তপুরের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ”জাগো শরীয়তপুর” ব্যানারে পদ্মাসেতুর দক্ষিন প্রান্তে বøকেট দেয়া হয়েছে। ঘন্টাব্যাপী এ বøকেট চলতে থাকে। এ সময় ঢাকা থেকে দক্ষিনাঞ্চল মুখি শত শত গাড়ি আটকা পড়ে যায়। যাত্রিরা পড়ে চরম ভোগান্তিতে। এ সময় এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ াাইন শৃংখলা বাহিনীর গাড়ি ছেড়ে দেয়া হয়। বিক্ষোভকারীরা শ্লোগানে শ্লোগানে এলাকায় মুখরিত করে তোলেন। তাদের একটাই দাবী ফরিদপুর বিভাগ হোক তাতে আপত্তি নেই। কিন্ত শরীয়তপুর জেলা ঢাকায় আছে ঢাকাই থাকবে ,ফরিদপুর যাবেনা। এরপর সরকার শরীয়তপুরকে ফরিদপুর বিভাগ থেকে বাদ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি প্রদান করেন বিক্ষোভকারীরা। জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু সহ এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন ,বৈষম্য বিরোধী ছাত্র আনোন্দালনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিকী, ছাত্র অধিকারের সভাপতি জীবন আহম্মেদ নান্টু, যুব মজলিসের সভাপতি কাজী মোয়াজিবিন আঃ রহমান।

Leave a Reply