শরীয়তপুর প্রতিনিধি \শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবিরা ১৫টি পদে পূর্ন প্যানেল বিজয়ী হয়েছেন। আজ ১২ ফেব্রæয়ারী ছিল এ নির্বাচনে মনোনয়ন দাখিল। অন্য কোন দলের সমীর্থত আইনজীবিরা মনোনয়ন দাখিল করেননি। ফলে ১৫টি পদের সবকটিতেই ১টি করে মনোনয়নপত্র জমা হয়। দাখিল শেষে প্রধান নির্বাচন কমিশনার এড সিরাজুল হক বেলা ২টার পর আর কোন প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দিতার ফলাফল ঘোষনা করেছেন। তার ফলাফল অনুযায়ী এডভোকেট জাহাঙ্গীল আলম কাসেম সভাপতি ও এড কামরুল হাসান সাধারন সম্পাদক, সিনিয়র সহসভাপুিত এড জালাল আহম্মেদ সবুজ, সহসভাপতি ড.,আমিনুল ইসলাম, যুগ্নসাধারন সম্পাদক এড সেলিম আহম্মেদ, সহসাধারন সম্পাদক এনামূল হক এনাম, অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক এড এইচ এম লোকমান হোসাইন, লাইব্রেরী সম্পাদক এড মোৎ জাকির হুসাইন, অডিট সম্পাদক এড জাফর ইকবাল মাসুদ, সদস্যরা হলে এড সাখাওয়াত হোসেন মোল্যা, এড মাহবুবুর রহমান খান স্বপন, এড জাকির হোসেন তালুকদার, এড জয়নাল আবেদীন, এড ভোকেট মুনিরা আকতারসহ ১৫টি পদের সব কটিতেই বিএনপি প্যানেলেল আইনজীবিগন বিজয়ী হয়েছেন বলে ঘোষনা করেছেন। আগামী ২২ ফেব্রæয়ারী ছিল এ নির্বাচনের ভোট গ্রহনের দিন।