শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুর জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ রোববার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম(সেবা),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান ,সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন,জেলা জামায়েতের নায়েবে আমীর মাওলানা খলিলুর রহমান ও সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার। এ সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তাগন ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সহ সহকারী কমিশনার গন উপস্থিত ছিলেন। সভায় সমপ্রতিকালে জাজিরা বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘটে যাওয়া শতশত বোমা ফাটিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়া , অবৈধ বালু উত্তোলন, ঝাটকা নিধন,যানজট , ফসলী জমি বিনষ্ট করে মাছের ঘের করা , মাদক ও কিশোর গ্যাং নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।